কারাগারে ১৪১ পদের বিপরীতে চিকিৎসক ১০

দেশের কারাগারগুলোতে কারাচিকিৎসকের অনুমোদিত পদ ১৪১ টি। বিপরীতে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১০। অন্যদিকে, সারা দেশের কারাগারগুলোতে বন্দী ধারণের ক্ষমতা ৪০ হাজার ৬৬৪। তবে বন্দী আছে ৮৬ হাজার ৯৯৮। এ হিসাব চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত। চিকিৎসকের সংখ্যা বিষয়ক হিসাব ২৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের পক্ষে আদালতে দাখিল করা এক প্রতিবেদনে এ সব তথ্য এসেছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

কারা অধিদপ্তরের পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম প্রতিবেদনটি উপস্থাপন করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

এর আগে চলতি বছরে ওই রিটটি করেন আইনজীবী জে আর খান রবিন। এ রিটের ধারাবাহিকতায় আজ প্রতিবেদনটি জমা পড়ে।

জে আর খান রবিন প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি দাখিলের পর আদালত শুনানি নিয়ে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন রেখেছেন।