স্বজনদের কাছে ফিরতে কাঁদছেন বৃদ্ধা

হারিয়ে যাওয়া বৃদ্ধা। নাম বলছেন মেহেননেগার। ছবি: প্রথম আলো
হারিয়ে যাওয়া বৃদ্ধা। নাম বলছেন মেহেননেগার। ছবি: প্রথম আলো

মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা ১০ দিন ধরে স্বামী-সন্তানদের খুঁজে পাচ্ছেন না। বর্তমান তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদীঘি গ্রামের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের আশ্রয়ে আছেন।

রফিুকুল ইসলাম জানান, ২৬ অক্টোবর ভোরে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচ রংপুর-সৈয়দপুর মহাসড়কের বালাবাড়ী বাজারের কাছে এই বৃদ্ধাকে নামিয়ে দেয়। এরপর মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধা কান্নাকাটি শুরু করেন। স্থানীয় লোকজন তাঁর স্বজনদের খুঁজে না পেয়ে তাঁর জিম্মায় দেন। বর্তমান ওই বৃদ্ধা তাঁর (চেয়ারম্যান) বাড়িতে রয়েছে।

বালাবাড়ি গ্রামের বাসিন্দা তাজউদ্দিন বলেন, ওই বৃদ্ধাকে যখন বালাবাড়ী বাজারে পাওয়া যায়, তখন তাঁর পরনে ছিল লাল-বাদামি-নীল রঙের শাড়ি। নাকের বাঁ পাশে বড় দুটি কালো তিল আছে।

রফিকুল ইসলাম বলেন, বৃদ্ধার ইশারা-ইঙ্গিতে বোঝা যায়, তাঁর তিনটি সন্তান আছে। তাঁর নাম জিজ্ঞেস করলে মেহেননেগার বলেন। কিন্তু কোনো ঠিকানা, সন্তান, স্বামীর নাম বলতে পারেন না। তিনি শুধু কান্নাকাটি করছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো না। প্রকৃত অভিভাবকেরা সরাসরি বা ০১৮২১৬০২২৫১ নম্বরে যোগাযোগ করতে পারেন।