রাখের উপবাস

>কথিত আছে, প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে কার্তিকব্রত বা রাখের উপবাস উপলক্ষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষ হলে উপবাস ভাঙেন তাঁরা।
১ / ৭
প্রদীপ প্রজ্বালনের পুরোটা সময় লোকনাথ পাঁচালি পাঠ করেন ভক্তরা
প্রদীপ প্রজ্বালনের পুরোটা সময় লোকনাথ পাঁচালি পাঠ করেন ভক্তরা
২ / ৭
প্রার্থনারত এক পুণ্যার্থী
প্রার্থনারত এক পুণ্যার্থী
৩ / ৭
যাঁদের জন্য প্রার্থনা করা হয়, তাঁদের একেকজনের নামে একেকটি প্রদীপ প্রজ্বালন করা হয়
যাঁদের জন্য প্রার্থনা করা হয়, তাঁদের একেকজনের নামে একেকটি প্রদীপ প্রজ্বালন করা হয়
৪ / ৭
স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে ভক্তরা
স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে ভক্তরা
৫ / ৭
উৎসবকে কেন্দ্র করে মন্দিরটি মিলনমেলায় পরিণত হয়
উৎসবকে কেন্দ্র করে মন্দিরটি মিলনমেলায় পরিণত হয়
৬ / ৭
দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, ফুল, ফল নিয়ে প্রার্থনায় অংশ নেন
দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, ফুল, ফল নিয়ে প্রার্থনায় অংশ নেন
৭ / ৭
অনেকে এ অনুষ্ঠানকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন
অনেকে এ অনুষ্ঠানকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন