পিরোজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. রেজাউল মোড়লকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ১০ বছর আগে রেজাউলের সঙ্গে সাতক্ষীরার তালা উপজেলার শোভাশোনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের (২৬) বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান রেজাউল। পরদিন নিহত আসমার বাবা বাদী হয়ে রেজাউল মোড়লকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২৪ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকা থেকে রেজাউলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২০ আগস্ট রেজাউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রেজাউলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।