নাইমুলের মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা আজ মানববন্ধন করে। কলেজ প্রাঙ্গণ, মোহাম্মদপুর, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা আজ মানববন্ধন করে। কলেজ প্রাঙ্গণ, মোহাম্মদপুর, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) শিক্ষার্থী নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিআরএমসির পূর্ব পাশের গেটের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছি। স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক কারও সঙ্গে কথা না বলে নাইমুলকে অনেক দূরের হাসপাতালে নেওয়া হলো। আমরা এই এলাকাটিকে বলি হাসপাতাল এলাকা। হাসপাতালে যখন পৌঁছাল, ততক্ষণে বাচ্চাটি মারা গেল।’

মশিউর রহমান বলেন, তাড়াহুড়ো করে ময়নাতদন্ত করতে না দেওয়া, লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা—সবকিছুতেই তড়িঘড়ি ছিল। এর একটা সঠিক তদন্ত হওয়া উচিত। এর সঠিক বিচার হওয়া উচিত। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভাই শেখ জামাল এখানে পড়াশোনা করেছেন। দেশের অনেকেই এখানে পড়াশোনা করেছেন। দেশবাসীকে জানাতে চাই, এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যারা যারা জড়িত, তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত।

মশিউর বলেন, আবরার মারা যাওয়ার ঘটনায় স্কুল থেকে একটি কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদন এখনো দেওয়া হয়নি। এই প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে দেওয়ার কথা। সেটাতে এখন আবার এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে। কাজেই বোঝা যাচ্ছে, এটাকে ধামাচাপা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার দিকে মনোযোগী হওয়া উচিত, মাঠ এ রকম ব্যবসায়িক ভাড়া না দিয়ে।

ডিআরএমসির প্রাক্তন শিক্ষার্থী এহতেশাম সাংবাদিকদের বলেন, ‘কোনোভাবেই নাইমুল আবরার আর ফিরে আসবে না। মডেল কলেজে এমন এক ভ্রাতৃত্ব, যেখানে সবাই এক জোট হয়ে প্রতিবাদ জানাচ্ছে।’