টাকার বান্ডিলসহ এক ডিবি পুলিশের ছবি ভাইরাল

টাকার বান্ডিল নিয়ে গাড়ির সিটে ঘুমিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমানের এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত
টাকার বান্ডিল নিয়ে গাড়ির সিটে ঘুমিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আরিফুর রহমানের এই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

টাকার বান্ডিল নিয়ে গাড়ির সিটে ঘুমিয়ে থাকা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আজ বুধবার সকাল থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান টাকার বান্ডিল নিয়ে গাড়িতে ঘুমিয়ে আছেন। সিটের ওপর অনেকগুলো ১০০০, ৫০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল আছে। টাকাগুলোর পাশে তার ব্যবহৃত একটি সরকারি ওয়ালেস সেট ও একটি ফাইলও আছ। ছবিটি তাঁরই বলে স্বীকার করেছেন ওই এসআই।

যোগাযোগ করা হলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘৪/৫ মাস আগের ছবি এটা। নারায়ণগঞ্জে ডিউটি চলাকালে আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমার এক বন্ধুর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। ওই সময় আমাদের সঙ্গের কেউ হয়তো ওই টাকাসহ ছবি তুলে রেখেছিলেন। এটা অনৈতিক কোনো কাজের টাকা নয়।’

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’