এক আসামির জামিন বাতিল

চট্টগ্রামে যুবলীগ নেতা মেহেদি হাসান ওরফে বাদল হত্যা মামলার এক আসামির জামিন বাতিল করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মেহেদি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আবদুল খালেক ও নুরুল আলম গত বছরের ৬ ডিসেম্বর অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। পরে দুই আসামির জামিন বাতিল চেয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন মেহেদি হাসানের স্ত্রী ও মামলার বাদী মোবাশ্বেরা বেগম। গতকাল শুনানি শেষে আদালত নুরুল আলমের জামিন বাতিলের আদেশ দেন। বাকি আসামি আবদুল খালেকের জামিন বহাল রাখেন।
গত বছরের ১ সেপ্টেম্বর রাতে বায়েজিদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারা যান মেহেদি। এ ঘটনার তাঁর স্ত্রী মোবাশ্বেরা বেগম ২২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।