পেনশন বিল আত্মসাতের মামলায় সাবেক ব্যাংকার গ্রেপ্তার

দুদক
দুদক

পেনশন বিলের ১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যাংকারের নাম এম এ সালেক। তিনি সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জ ভবেরচর শাখায় কর্মরত থাকার সময় পেনশন বিলের ১ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

ব্যাংকের ওই শাখার তৎকালীন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম ২০১৭ সালের ২ ডিসেম্বর স্থানীয় গজারিয়া থানায় এ বিষয়ে একটি মামলা করেন। মামলার তদন্তের ভার আসে দুদকে। সংস্থাটির সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন। মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক ওই ব্যাংকারকে গ্রেপ্তার করা হয়।