কুয়াকাটায় ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলে ফেরার পথে ট্রলার থেকে সাগরে পড়ে মো. বেল্লাল হোসেন (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। কুয়াকাটার ঝাউ বাগানসংলগ্ন বঙ্গোপসাগরে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা অন্য জেলেরা জানান, এফ বি মা কুলসুম ট্রলারে করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ ধরা বন্ধ করে উপকূলে ফিরছিলেন তাঁরা। এ সময় ঢেউয়ের তোড়ে বেল্লাল ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যান।

ট্রলারের মাঝি মো. হারুন মিয়া জানান, ট্রলারে ১৫ জন জেলে ছিলেন। বেল্লাল ট্রলারের পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে নিখোঁজ হন তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক জেলের নিখোঁজ হওয়ার খবর শুনেছি। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।’