ঘূর্ণিঝড় 'বুলবুল'

বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার সন্ধ্যা নাগাদ বুলবুল পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূল দিয়ে সমতলে আঘাত হানবে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। বুলবুলের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর।

আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছে এরা। পানখালি, দাকোপ উপজেলা, খুলনা, ৯ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
আশ্রয়কেন্দ্রে ছুটে যাচ্ছে এরা। পানখালি, দাকোপ উপজেলা, খুলনা, ৯ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
সুন্দরবনে আটকা পড়েছিল পর্যটকসহ বেশ কয়েকটি লঞ্চ। উদ্ধার অভিযানে রয়েছেন কোস্টগার্ডের সদস্যরা। পশুর নদ, মোংলা, খুলনা, ৯ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
সুন্দরবনে আটকা পড়েছিল পর্যটকসহ বেশ কয়েকটি লঞ্চ। উদ্ধার অভিযানে রয়েছেন কোস্টগার্ডের সদস্যরা। পশুর নদ, মোংলা, খুলনা, ৯ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষার জন্য স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়কেন্দ্রে এসেছেন। পাথরঘাটা, বরগুনা। ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষার জন্য স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়কেন্দ্রে এসেছেন। পাথরঘাটা, বরগুনা। ছবি: প্রথম আলো
‘বুলবুল’-এর প্রভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় গতকাল শুক্রবার রাত ১০টার পর থেকে চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়েছে যাত্রীরা। ছবি: আলম পলাশ
‘বুলবুল’-এর প্রভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করায় গতকাল শুক্রবার রাত ১০টার পর থেকে চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়েছে যাত্রীরা। ছবি: আলম পলাশ
১০ নম্বর মহা বিপৎসংকেতের পরও বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীরে ১১টি বেদে পরিবার আশ্রয়কেন্দ্রে যায়নি। ছবি: প্রথম আলো
১০ নম্বর মহা বিপৎসংকেতের পরও বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীরে ১১টি বেদে পরিবার আশ্রয়কেন্দ্রে যায়নি। ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল। তাই নিরাপদে নৌযানগুলো সারি সারি করে রাখা হয়েছে সড়কের ওপর। সাবরাং মুন্ডাল ডেইল মৎস্য ঘাট এলাকা, টেকনাফ, কক্সবাজার, ৯ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল। তাই নিরাপদে নৌযানগুলো সারি সারি করে রাখা হয়েছে সড়কের ওপর। সাবরাং মুন্ডাল ডেইল মৎস্য ঘাট এলাকা, টেকনাফ, কক্সবাজার, ৯ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কারণে জনজীবন বিঘ্নিত। দুর্ভোগে পড়েছে কালোমুখো হনুমানগুলোও। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা নিরাপদে আশ্রয় নিয়েছে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর, ৯ নভেম্বর। ছবি: দিলীপ মোদক
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কারণে জনজীবন বিঘ্নিত। দুর্ভোগে পড়েছে কালোমুখো হনুমানগুলোও। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা নিরাপদে আশ্রয় নিয়েছে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর, ৯ নভেম্বর। ছবি: দিলীপ মোদক
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন উত্তরাঞ্চল থেকে কাজে আসা শ্রমিকেরা। তাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন। ভিড় বাস টার্মিনালে। গোয়ালচামট, ফরিদপুর, ৯ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন উত্তরাঞ্চল থেকে কাজে আসা শ্রমিকেরা। তাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন। ভিড় বাস টার্মিনালে। গোয়ালচামট, ফরিদপুর, ৯ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
১০ নম্বর মহা বিপৎসংকেতের মধ্যেও মাছ ধরছেন জেলে। বলেশ্বর নদ, রায়েন্দা নতুন লঞ্চঘাট, শরণখোলা, বাগেরহাট, ৯ নভেম্বর। ছবি: ইনজামামুল হক
১০ নম্বর মহা বিপৎসংকেতের মধ্যেও মাছ ধরছেন জেলে। বলেশ্বর নদ, রায়েন্দা নতুন লঞ্চঘাট, শরণখোলা, বাগেরহাট, ৯ নভেম্বর। ছবি: ইনজামামুল হক