ঝালকাঠিতে ছেলের হাতে বাবা খুন

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামে ছেলে হৃদয় কাজীর (১৯) হাতে বাবা মো. দেলোয়ার হোসেন কাজী (৪২) খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হৃদয় ঘটনার পর থেকে পলাতক।

নিহত দেলোয়ার হোসেন কাজী দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন। রাজাপুর থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্বজন ও স্থানীয় লোকজন জানান, মো. হৃদয় কাজী ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। তিনি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাঁর আয়-রোজগার মা ফাতেমা বেগমের কাছে জমা রাখতেন। ছেলের জমানো টাকার কিছু অংশ সংসারের কাজে খরচ করে ফেলেন মা ফাতেমা বেগম। এ নিয়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মা ও ছেলের ঝগড়া হয়। একপর্যায়ে হৃদয় হাতে থাকা লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করেন। স্বজনেরা দেলোয়ারকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে দেলোয়ারের মৃত্যু হয়।

হৃদয়ের বোন এসএসসি পরীক্ষার্থী আসমা বেগম বলে, ‘আমি আমার ভাইয়ের ভয়ে এক আত্মীয়ের বাড়িতে থাকি। তাঁর কারণে আমাদের পরিবারে অশান্তির শেষ নেই।’

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আসামি গ্রেপ্তার করতে অভিযান চলছে।