বাস-ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস উল্টে সিলিন্ডার ফেটে নিহত ৩

কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন আরোহী পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন পাঁচজন।

আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি জানান, হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন। মাইক্রোবাসটিতে মোট আটজন আরোহী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসটিতে যাত্রী ওঠানামা করছিল। এ সময় থেমে থাকা মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। প্রায় একই সময়ে পেছন থেকে একটি ট্রাক এসে পাশ থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি  মহাসড়কে উল্টে যায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তিন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা যান বলে জানায় পুলিশ।

আহত লোকজনের মধ্যে চারজনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।