বরগুনার আশ্রয়কেন্দ্রে নারীর মৃত্যু

বরগুনা
বরগুনা

বরগুনা সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ‘বুলবুলে’এর কারণে তিনি উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। গতকাল শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিচুর রহমান আজ রোববার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, হালিমা খাতুন নামের ওই নারী অসুস্থতার কারণে মারা গেছেন।

এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ জানান, হালিমা খাতুন আগে থেকেই অসুস্থ ছিলেন।

বরগুনায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এখনো আঘাত হানেনি। আজ যেকোনো সময় সেটি আঘাত হানবে। তবে ঝড়ের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে সেখানে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ হচ্ছে। লোকজন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সাত হাজার স্বেচ্ছাসেবক নিযুক্ত আছেন। চিকিৎসার জন্য ৪২টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।