বাগেরহাটে 'বুলবুল'-এর আঘাত, গাছ পড়ে নিহত ১

ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এর আঘাতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। খারদার, বাগেরহাট, ১০ নভেম্বর। ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় ‘বুলবুল’–এর আঘাতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। খারদার, বাগেরহাট, ১০ নভেম্বর। ছবি: প্রথম আলো

বাগেরহাটের রামপাল উপজেলায় ঝোড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার উজলকুড় ইউনিয়নের ভরসাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সামিয়া খাতুন (১৫)। সে পার্শ্ববর্তী দর্পনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে। ভরসাপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল সে। বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রথম আলোকে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টির কারণে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, মোংলাসহ অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও মাছের ঘের। ভারী বৃষ্টির সঙ্গে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝোড়ো বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ধসে গেছে অনেক ঘরবাড়ি।

ঝোড়ো বাতাসে সড়কের ওপর গাছ উপড়ে পড়েছে। চুলকাঠি, বাগেরহাট, ১০ নভেম্বর। ছবি: প্রথম আলো
ঝোড়ো বাতাসে সড়কের ওপর গাছ উপড়ে পড়েছে। চুলকাঠি, বাগেরহাট, ১০ নভেম্বর। ছবি: প্রথম আলো

জেলা প্রশাসক মামুনুর রশীদ জানিয়েছেন, ঝোড়ো বাতাস কমে এলেও ঝড়ের আঘাতে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের ওপর গাছ পড়ায় মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কসহ অনেক এলাকায় যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ দ্রুত সচল করতেও কাজ চলছে। এ ছাড়া জেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।