বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড জনজীবন

প্রবল প্রতিপত্তি নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছিল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়া অধিদপ্তর থেকে মহাবিপৎসংকেতও জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুন্দরবন বুলবুলের পথ রোধ করে দাঁড়ায়। এতে করে দেশের ভূমিতে আঘাত হানার আগেই বুলবুল দুর্বল হয়ে পড়ে। তবে বুলবুল যে প্রকাণ্ড রূপ নিয়েই এগিয়ে আসছিল, সেই চিহ্ন সে বিভিন্ন জায়গায় রেখে গেছে। বুলবুলের ছোবলে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় শত শত গাছগাছালি ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘর–টিন। বিপর্যস্ত হয়েছে জীবনযাত্রা।
ভোরের আলো ফুটতেই দেখে মেলে বুলবুলের তাণ্ডবের চিত্র। কপালভেড়া গ্রামের বিভিন্ন জায়গায় এমনিভাবে টিনের বাড়িগুলো পড়ে থাকতে দেখা যায়। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
ভোরের আলো ফুটতেই দেখে মেলে বুলবুলের তাণ্ডবের চিত্র। কপালভেড়া গ্রামের বিভিন্ন জায়গায় এমনিভাবে টিনের বাড়িগুলো পড়ে থাকতে দেখা যায়। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
বুলবুলের ছোবলে বাড়ির বারান্দা ক্ষতিগ্রস্ত হলেও পুরো ঘর মোটামুটি অক্ষত থাকাটাই বাড়ির বাসিন্দার সন্তুষ্টি। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
বুলবুলের ছোবলে বাড়ির বারান্দা ক্ষতিগ্রস্ত হলেও পুরো ঘর মোটামুটি অক্ষত থাকাটাই বাড়ির বাসিন্দার সন্তুষ্টি। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
ঝোড়ো বাতাসের বিপরীতে টিকে থাকতে না পেরে বৈদ্যুতিক তারের ওপর উল্টে পড়েছে রেইনট্রিগাছ। বরিশাল নগর, বরিশাল, ১১ নভেম্বর। ছবি: সাইয়ান
ঝোড়ো বাতাসের বিপরীতে টিকে থাকতে না পেরে বৈদ্যুতিক তারের ওপর উল্টে পড়েছে রেইনট্রিগাছ। বরিশাল নগর, বরিশাল, ১১ নভেম্বর। ছবি: সাইয়ান
উল্টে পড়া গাছে আটকে গেছে চলাচলের পথ। গাছ সরাতে এলাকাবাসী নিজেরাই লেগে পড়েছেন। চুলকাঠি, সদর উপজেলা, বাগেরহাট, ১১ নভেম্বর। ছবি: ইনজামামুল হক
উল্টে পড়া গাছে আটকে গেছে চলাচলের পথ। গাছ সরাতে এলাকাবাসী নিজেরাই লেগে পড়েছেন। চুলকাঠি, সদর উপজেলা, বাগেরহাট, ১১ নভেম্বর। ছবি: ইনজামামুল হক
ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ। তারপরও ঝুঁকি নিয়ে ভেতরে আছেন বাড়ির বাসিন্দারা। কপালভেড়া, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
ঘরের ওপর ভেঙে পড়েছে গাছ। তারপরও ঝুঁকি নিয়ে ভেতরে আছেন বাড়ির বাসিন্দারা। কপালভেড়া, মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১১ নভেম্বর। ছবি: মো. জাকির হোসাইন
বুলবুলের প্রভাবে প্রকৃতি উন্মত্ত। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরছে ভারী বর্ষণ। এমন বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে ছোট ট্রলারে নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। লঞ্চঘাট, বরিশাল, ১১ নভেম্বর। ছবি: সাইয়ান
বুলবুলের প্রভাবে প্রকৃতি উন্মত্ত। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরছে ভারী বর্ষণ। এমন বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে ছোট ট্রলারে নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। লঞ্চঘাট, বরিশাল, ১১ নভেম্বর। ছবি: সাইয়ান
বুলবুলের প্রভাবে ঝরছে বৃষ্টি। এতে নদ–নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। খারদ্বার, বাগেরহাট সদর, ১১ নভেম্বর। ছবি: ইনজামামুল হক
বুলবুলের প্রভাবে ঝরছে বৃষ্টি। এতে নদ–নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। খারদ্বার, বাগেরহাট সদর, ১১ নভেম্বর। ছবি: ইনজামামুল হক