টাকার বান্ডিলসহ ছবি ভাইরাল হওয়া সেই ডিবি পুলিশ প্রত্যাহার

টাকার বান্ডিলসহ ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান। ছবি: সংগৃহীত
টাকার বান্ডিলসহ ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান। ছবি: সংগৃহীত

টাকার বান্ডিল পাশে নিয়ে গাড়ির সিটে ঘুমিয়ে থাকা অবস্থায় ছবি ভাইরাল হওয়া নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সেই উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান সড়কের পাশে পার্কিং করে রাখা একটি গাড়ির সিটে ঘুমাচ্ছেন। পাশেই রাখা টাকার অনেক বান্ডিল। বান্ডিলগুলোর পাশে তাঁর ব্যবহৃত ওয়্যারলেস ও একটি ফাইল।

ছবিটির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এসআই আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এটি চার-পাঁচ মাস আগের ছবি। নারায়ণগঞ্জে ডিউটি চলাকালীন আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই সময় আমার এক বন্ধুর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। তখন আমার কোনো সহকর্মী হয়তো ছবিটি তুলেছিল। এটি কোনো অনৈতিক টাকা নয়।’

ছবিটি ভাইরাল হওয়ার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহাকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: