হুমকির মুখে বুড়িগঙ্গার খাল

>বুড়িগঙ্গা এবং এর সঙ্গে সংযুক্ত খাল দখলমুক্ত করতে প্রায়ই উচ্ছেদ অভিযানে চালায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কিছুদিন পর নদী ও খাল আবার দখল হতে শুরু করে। একসময় লালবাগ ও কামরাঙ্গীর চর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হত কালুনগর খাল। দখল ও দূষণের কারণে মরতে বসেছে খালটি। খালের অনেক অংশ ভরাট করে ফেলা হয়েছে। বিভিন্ন অংশ শুকিয়ে গেছে। কিছু অংশে আছে কুচকুচে কালো পানি। কালুনগর খালের ছবিগুলো সোমবারের।
খালটি নালায় পরিণত হয়েছে। খালে দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানি।
খালটি নালায় পরিণত হয়েছে। খালে দুর্গন্ধযুক্ত কুচকুচে কালো পানি।
খালের দিকে সম্প্রসারিত বসতি।
খালের দিকে সম্প্রসারিত বসতি।
খালের ওপর বাঁশের খুঁটি পুঁতে স্থাপন করা হয়েছে ঘরবাড়ি।
খালের ওপর বাঁশের খুঁটি পুঁতে স্থাপন করা হয়েছে ঘরবাড়ি।
আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে খালের একাংশ।
আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে খালের একাংশ।
খালের জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে ঘর।
খালের জায়গা ভরাট করে নির্মাণ করা হয়েছে ঘর।
খালের অবশিষ্ট পানিতে বাঁশের খুঁটি দিয়ে গড়ে উঠেছে বসতি।
খালের অবশিষ্ট পানিতে বাঁশের খুঁটি দিয়ে গড়ে উঠেছে বসতি।
মানা হচ্ছে না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ।
মানা হচ্ছে না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ।