অতিরিক্ত টোল আদায়ের দায়ে ২ জনকে কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে খুলনা দৌলতপুরের রেলগেট এলাকায় নগরঘাট ফেরিঘাটের ইজারাদারের দুই কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে আড়াই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. হাসিব ও আমজাদ শেখ। তাঁদের বাড়ি দিঘলিয়া উপজেলায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, অভিযানের সময় দেখা গেছে ছোট ট্রাকের সরকার নির্ধারিত টোল ৪০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য ১০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ইজিবাইক ৫ টাকার পরিবর্তে ২০ টাকা এবং ব্যাটারিচালিত ভ্যান ৫ টাকার স্থলে ২০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। এ সময় দুই টোল আদায়কারী মো. হাসিব ও আমজাদ শেখকে আটক করা হয়।

এ সময় ইজারাদার হায়দার আলী মোড়লকে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি উপস্থিত হননি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।