তিন আইন কর্মকর্তা কীভাবে পদে, জানতে হাইকোর্টের রুল

ফাইল ছবি
ফাইল ছবি

রাষ্ট্রের তিন আইন কর্মকর্তা কোন কর্তৃত্ব বলে পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল দেন।

একই সঙ্গে ওই বেঞ্চ অন্য ছয়জন সহকারী অ্যাটর্নি জেনারেলের বিষয়ে যাচাই করে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দিয়েছেন।

আইনে নির্ধারিত শর্ত ও পেশার অভিজ্ঞতার সময়সীমা অনুসরণ না করে দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া রিটটি করেন। আদালতে তিনি নিজেই শুনানি করেন।

এই তিন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ ও কামালউদ্দীন আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আল মামুন।

আইনজীবী ফরহাদ বলেন, আইন অনুযায়ী ডেপুটি অ্যাটর্নি জেনারেল হতে হলে সর্বোচ্চ সময়সীমা হলো ৬৭ বছর। কিন্তু এ দুজন যখন নিয়োগ পান, তাঁদের সময় তখন ৬৭ বছরের বেশি ছিল। অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল হতে হলে আইন পেশায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হয়, কিন্তু নিয়োগের সময় আল মামুনের অভিজ্ঞতা ছিল ৪ বছর ২ মাস।

হাইকোর্ট বেঞ্চ আইনসচিব, সলিসিটার, বার কাউন্সিল সচিব ও সংশ্লিষ্ট তিন আইন কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলেছেন।