মাদকের টাকার জন্য মা-বাবাকে হত্যার চেষ্টা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় মা–বাবাকে হত্যাচেষ্টার অভিযোগে ধারালো অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবককে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই যুবকের নাম আবু তাহের (৩০)। তিনি মাদকাসক্ত বলে পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন।

পরিবার, পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আবু তাহের অনেক দিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য তিনি বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন। টাকার জন্য তিনি মা–বাবাকেও দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করছিলেন। সোমবার সকালে আবু তাহের মাদক কেনার জন্য মা–বাবার কাছে দুই হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে মা–বাবার ওপর ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা–বাবাকে হত্যার চেষ্টা করেন আবু তাহের। জীবন বাঁচাতে তাঁরা চিৎকার করেন। চিৎকারে প্রতিবেশীরা এসে জড়ো হন। তাঁরা আবু তাহেরকে ধারালো অস্ত্রসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আবু তাহেরকে থানা হেফাজতে নেয় পুলিশ।

এ ঘটনায় আব্দুল লতিফ বাদী হয়ে তাঁর ছেলে আবু তাহেরের বিরুদ্ধে সোমবারই থানায় লিখিত অভিযোগ করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মাদক সেবনের টাকার জন্য মা–বাবাকে হত্যার চেষ্টার সত্যতা পাওয়ায় আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।