ফেনসিডিলসহ কনস্টেবল গ্রেপ্তার

নাটোর শহরের কানাইখালী এলাকায় ফেনসিডিলসহ পুলিশের এক কনস্টেবল ও একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। পরে আজ মঙ্গলবার দুপুরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম রাকিবুল ইসলাম (৩২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় কর্মরত। ছুটিতে এসে তিনি নাটোরের হরিশপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। মাইক্রোবাসের চালকের নাম জাকির হোসেন (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পুলিশ কানাইখালী এলাকা থেকে একটি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ওই মাইক্রোবাসে চালক হিসেবে ছিলেন জাকির ও আরোহী ছিলেন রাকিবুল। জব্দের পর তল্লাশি করে মাইক্রোবাস থেকে ৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

রাকিবুলের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবুল হাসেম বলেন, তাঁর ছেলে নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈকত হাসান বলেন, এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মিঠুন আলী বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।