সড়কে পড়ে ছিল পান ব্যবসায়ীর লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার খানখানাপুর সেতু এলাকার ইটভাটার পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে পরিবারের সদস্যদের কাছে ব্যবসায়ীর মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের ধারণা, ট্রাক থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

পান ব্যবসায়ীর নাম বিশ্বজিৎ কুমার বিশ্বাস (৫২)। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার নাওপাড়া গ্রামের বাসিন্দা। বাবার নাম উষ্ণ বিশ্বাস।

বিশ্বজিতের ভাই সুশান্ত বিশ্বাস জানান, তাঁর ভাই পানের ব্যবসা করতেন। তিনি পিকআপে করে পান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পানের ট্রাকে আরও কাঁচামাল ছিল। তিনি বলেন, ‘আজ সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি, আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথা থেঁতলানো অবস্থায় ছিল। ট্রাক থেকে পড়ে গিয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন।’

আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় বিশ্বজিৎ মারা গেছেন। সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।