রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ গ্যাস–সংযোগের দায়ে চার বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা ও সরকারি কাজে বাধা দেওয়ায় একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে খাদুন, মৈকুলী, খিদিরপুর, নয়াপাড়া, বড়ভিটা ও আরাফাতনগর গ্রামে আজ দুপুরে প্রায় পাঁচ হাজার অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, অভিযানে বাধা দেওয়ায় মৈকুলী এলাকার রিপনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।