১০ হাজার পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল উপজেলা পরিষদ

সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ। সদর উপজেলা মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর। ছবি: সংগৃহীত
সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ। সদর উপজেলা মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১৩ নভেম্বর। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা সমাপনীর ১০ হাজার পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার মিলনায়তনে ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ এসব বিতরণ করে।

উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা মনিরুল হক প্রমুখ।

নাহিদা বারিক বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীদের মধ্যে থেকে তৈরি হবে শিক্ষক, রাজনীতিবিদ, পাইলট, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ সরকারি কর্মকর্তা। তাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের প্রতি তাঁদের মা-বাবার পাশাপাশি শিক্ষকদের যত্নবান হতে হবে। এই শিশুরা যাতে কোনো কিশোর গ্যাংয়ে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবার দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এ উদ্যোগ।

প্রসঙ্গত, ১৭ নভেম্বর থেকে সারা দেশে একযোগে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।