প্রধানমন্ত্রী দুবাই এয়ার শোতে যোগ দিতে আমিরাত যাচ্ছেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: প্রথম আলো
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ নভেম্বর চার দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার তাঁর মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর আরব আমিরাত সফর করবেন। তিনি দুবাই এয়ার শোতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দুবাই সফরের সময় তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হচ্ছে দুই দেশের বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা, দুই দেশের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সহযোগিতা ও আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণ।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আবুধাবির যুবরাজ ও আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে।

প্রধানমন্ত্রী এর আগে চলতি বছর ১৭-১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন।