বায়ু দূষণের দায়ে দুই সিমেন্ট কারখানাকে জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বায়ু দূষণের দায়ে চট্টগ্রামের দুটি সিমেন্ট কারখানাকে ১৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়। আজ বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ জরিমানা করেন।

কারখানা দুটি হলো দক্ষিণ পতেঙ্গার হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড এবং উত্তর পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। প্রথমটিকে ৫ লাখ ৬০ হাজার টাকা এবং এনজিএসকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ৭ নভেম্বর কারখানা দুটি পরিদর্শন করে মানমাত্রা বহির্ভূতভাবে অপরিশোধিত বায়ু নির্গমনের প্রমাণ মেলে। আজ অধিদপ্তরে শুনানি শেষে প্রতিষ্ঠান দুটিকে ১৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।