টাঙ্গাইলে বেশি দামে পেঁয়াজ বেচায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম নাসরীন পারভীন গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

গোবিন্দাসী বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন ওই বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা এ খবরের সত্যতা পান। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেঁয়াজ ব্যবসায়ী মো. বাদল, উজ্জ্বল মিয়া, মাসুদ রানা, মো. ফরিদ ও ইকবাল হোসেনকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাসরীন পারভীন বলেন, জরিমানা করার পর বাজার কমিটির সভাপতি ও সম্পাদককে সতর্ক করা হয়েছে যাতে এমন অনিয়ম আর কোনো ব্যবসায়ী না করেন।