জঙ্গি হামলায় নিহত দুই বিচারককে স্মরণ

জঙ্গি হামলায় নিহত জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আজ স্মরণসভার আয়োজন করে। ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: সংগৃহীত
জঙ্গি হামলায় নিহত জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদ স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আজ স্মরণসভার আয়োজন করে। ঢাকা, ১৪ নভেম্বর। ছবি: সংগৃহীত

জঙ্গিরা এখনো সক্রিয়, তাদের অপতৎপরতা থেমে নেই। সুযোগ পেলেই তারা আঘাত করতে পারে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

 ঝালকাঠিতে জঙ্গি হামলায় নিহত জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

  আইনসচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক গোলাম কিবরিয়া, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার, বিচারক সোহেল আহমেদ, শহিদুল ইসলাম, মুখ্য মহানগর হাকিম জাহিদুল কবীর, মুখ্য বিচারিক হাকিম এ কে এম এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ কাজী মো. ইমরুল কায়েশসহ কয়েকজন বিচারক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিচারক আফরিন আহমেদ।