শ্যামবাজারে পেঁয়াজের হালচাল

>রাজধানীর শ্যামবাজারে আজ শুক্রবার সকাল থেকেই গতকাল বৃহস্পতিবারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে প্রায় সব ধরনের পেঁয়াজই কেজিতে ২০০ টাকার ওপর বিক্রি হচ্ছে।

পুরান ঢাকার শ্যামবাজারে গিয়ে দেখা গেল, সব ধরনের পেঁয়াজের পাইকারি দাম ১৮০ টাকা থেকে ১৯০ টাকা। এই বাজারে প্রতি কেজি আংশিক পচা, ময়লা পেঁয়াজ ও ১০৫ টাকা থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম বলে পেঁয়াজের দাম বাড়ছে বলে— শ্যামবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। শ্যামবাজারের ছবিগুলো শুক্রবারের।

ট্রাক ভর্তি মিয়ানমারের পেঁয়াজ এসেছে শ্যামবাজারে।
ট্রাক ভর্তি মিয়ানমারের পেঁয়াজ এসেছে শ্যামবাজারে।
আড়তে নামানো হচ্ছে মিয়ানমারের পেঁয়াজ।
আড়তে নামানো হচ্ছে মিয়ানমারের পেঁয়াজ।
আংশিক পচা পেঁয়াজের কদরও এখন বেড়েছে।
আংশিক পচা পেঁয়াজের কদরও এখন বেড়েছে।
আংশিক পচা ও ময়লা পেঁয়াজ নেওয়া হচ্ছে ফুলবাড়িয়ায়।
আংশিক পচা ও ময়লা পেঁয়াজ নেওয়া হচ্ছে ফুলবাড়িয়ায়।
বাছাই করার জন্য বিছিয়ে রাখা হচ্ছে পেঁয়াজ।
বাছাই করার জন্য বিছিয়ে রাখা হচ্ছে পেঁয়াজ।
ক্রেতার অপেক্ষায় এক পেঁয়াজ বিক্রেতা।
ক্রেতার অপেক্ষায় এক পেঁয়াজ বিক্রেতা।