বাল্যবিবাহ দিতে গিয়ে জরিমানার মুখে কনের বাবা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার পরশ্বেরদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন চলছিল। বর উপজেলার চতুল ইউনিয়নের তরুণ সজিন মোল্লা। ওই তরুণ স্থানীয় ময়েনদিয়া বাজারে একটি ইলেকট্রিক যন্ত্রাংশের দোকানের স্বত্বাধিকারী। জুমার নামাজের পর বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির ছিলেন। ওই সময় অভিযান চালান আদালত। আদালত বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবা মানিক মাতুব্বরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও ঝোটন চন্দ বলেন, ২০০৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।