লক্ষ্মীপুরে নিয়মবহির্ভূতভাবে মজুত করায় ৪২ বস্তা পেঁয়াজ জব্দ

ফাইল ছবি
ফাইল ছবি

লক্ষ্মীপুর পৌর শহরে এক মুদি দোকানের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন। নিয়মবহির্ভূতভাবে পেঁয়াজ মজুত রাখায় গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে পেঁয়াজের দাম বেশি রাখায় ওই এলাকার মুদি ব্যবসায়ী কার্তিক চন্দ্র সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাত নয়টার দিকে শহরের গেঞ্জিহাটা রোডে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শফিকুর রিদোয়ান আরমান।

উপজেলা প্রশাসন জানায়, ক্রয় রসিদ ছাড়া নিয়মবহির্ভূতভাবে গেঞ্জিহাটা এলাকার মুদি ব্যবসায়ী মাইন উদ্দিন পেঁয়াজ মজুত রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর গোডাউন থেকে ৪২ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। পেঁয়াজের দাম বেশি রাখায় কার্তিক নামে অপর এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। 


ইউএনও শফিকুর রিদোয়ান আরমান বলেন, নিয়মবহির্ভূতভাবে পেঁয়াজ মজুত করায় একটি গোডাউন সিলগালা করা হয়েছে। দাম বেশি রাখায় আরেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।