পাহাড়ে শীতের সকাল

>ভোরের শিশিরভেজা ঘাস ও কাঁচা-পাকা ধানের শিষে মুক্তোদানা শীতের আগমনের জানান দিচ্ছে। সমতল কি পাহাড়ি অঞ্চল, সর্বত্র এখন শীতের ডাক। দীর্ঘ রাতের কুয়াশার আবরণ আর সকালের শিশিরবিন্দু দেখে আপ্লুত হন অনেকে। উত্তর থেকে আসছে শিরশিরে বাতাস। পাহাড়ের শীতসকাল নিয়ে ছবির গল্প।
কুয়াশার চাদরে ঢেকে গেছে সূর্যের কিরণ, সকালের আকাশ।
কুয়াশার চাদরে ঢেকে গেছে সূর্যের কিরণ, সকালের আকাশ।
কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক, শীতের সকালে সেতু এলাকা দিয়ে কাজে যাওয়া।
কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক, শীতের সকালে সেতু এলাকা দিয়ে কাজে যাওয়া।
ঘাসে জমে আছে শিশিরবিন্দু।
ঘাসে জমে আছে শিশিরবিন্দু।
জুমের কাজ শেষ, হাতে কোনো কাজ নেই। পুরো একটি বছরের পোশাক রিনাই বোনেন পাহাড়ের অধিবাসীরা। বিভিন্ন রঙের সুতা ও জরি দিয়ে পরনের পোশাক রিনাই বুনতে ব্যস্ত।
জুমের কাজ শেষ, হাতে কোনো কাজ নেই। পুরো একটি বছরের পোশাক রিনাই বোনেন পাহাড়ের অধিবাসীরা। বিভিন্ন রঙের সুতা ও জরি দিয়ে পরনের পোশাক রিনাই বুনতে ব্যস্ত।
ভোরে কুয়াশার মাঝে চড়ুই পাখির ঝাঁক উড়ে যাচ্ছে ঝোপের ওপর দিয়ে।
ভোরে কুয়াশার মাঝে চড়ুই পাখির ঝাঁক উড়ে যাচ্ছে ঝোপের ওপর দিয়ে।
সবুজ পাহাড়ে বোরো ধান পেকে সোনালি রং ধারণ করেছে। ধান কাটার পর বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
সবুজ পাহাড়ে বোরো ধান পেকে সোনালি রং ধারণ করেছে। ধান কাটার পর বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
ঝুমকো জবা ফুলের পাপড়ির দিকে এগিয়ে যাচ্ছে একটি ভোমর।
ঝুমকো জবা ফুলের পাপড়ির দিকে এগিয়ে যাচ্ছে একটি ভোমর।
মোরগঝুঁটি ফুল ফুটেছে শীতের সকালে।
মোরগঝুঁটি ফুল ফুটেছে শীতের সকালে।