কেউ ইনটেনশনালি খোঁচা দিয়েছে: শাকিব

শাকিব খান
শাকিব খান

চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর ১২টার দিকে রাজউক কর্তৃপক্ষ রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাঁকে এ জরিমানা করে। প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন অর্থদণ্ডটি দেন।

বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। কোনো ধরনের নোটিশ ছাড়াই রাজউকের হঠাৎ আগমন ও জরিমানায় শাকিব খান বেশ অবাক হয়েছেন। তিনি বলেন, ‘আমার ছোট বোনের স্বামী নিকেতনের বাড়ির ওখানে ছিল। হঠাৎ রাজউক থেকে কয়েকজন লোক এলো। এসেই কিছু না বলেই জরিমানার কাগজ দিল। তারপর বাড়ির ওখানে কয়েকজন ছিল, তাদের গাড়িতে উঠতে বলা হলো। আগে থেকেও কোনো নোটিশ করেনি। বুঝলাম না এটা কেমন অভিযান! যারা অভিযানে এসেছিলেন তাঁদের তো বোঝা উচিত ছিল কার বাড়িতে অভিযানে যাচ্ছি।’

বিষয়টি ‘ঠেকিয়ে টাকা নেওয়া’ মনে করছেন শাকিব খান। তাঁর ভাষ্য, ‘বলা হচ্ছে ১০ লাখ টাকা জরিমানা না দিলে এক বছরের জেল দেওয়া হবে! এটা কেমন কথা? এখানে তো গুন্ডা মাস্তানির কিছু নেই।’

শাকিব খান বলেন, ‘এটা ইঞ্জিনিয়ারের ব্যাপার। রাজউকের নিয়ম মেনেই বাড়ি বানিয়েছি। ইঞ্জিনিয়ার হয়তো বাড়ির ক্যান্টিলিভার (বারান্দা) এক ফিট বাড়িয়েছে। এটা তো এমন কিছু না যে জেল-জরিমানা করতে হবে। আশপাশে যতগুলো বাড়ি আছে বেশির ভাগই বারান্দা বাড়ানো। তিনি বলেন, এ বিষয়টি নোটিশ দিয়ে বললেই পারত! এভাবে অভিযান করার তো কিছু নেই। সামান্য বিষয়টিকে কেউ ইনটেনশনালি খোঁচা দিয়েছে। আমি পুরো ব্যাপারটা নিয়ে হতবাক। আর শুধু আমার বাড়ি কেন? আশপাশে যে বাড়িগুলো আছে সেগুলোতেও দেখুক। সেগুলোতেও বারান্দা বাড়ানো আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হোক। আজ এসে ১০ লাখ টাকা চাইল। আগামীকাল এসে অন্য কেউ অভিযান করে বলবে ২০ লাখ টাকা দেন, নইলে জেল দেব। এটা কি ধরনের আইন আমার মাথায় ঢুকছে না!’

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজউকের জোন (৪) অথোরাইজড অফিসার মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি। আমরা বাড়ির মালিক চিত্রতারকা না অন্য কেউ, সেটি দেখিনি। বাড়ির নম্বর প্লেটে মালিকের নাম হিসেবে লেখা ছিল, শাকিব খান রানা। বাড়ির কেয়ারটেকার পরিচয়দানকারী একজন কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। নিয়ম মেনেই জরিমানা করা হয়েছে।’

শাকিব খান গুলশানে তাঁর অন্য একটি বাড়িতে থাকেন। নিকেতনে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই তাঁকে জরিমানা করা হয়েছে ।