দিনমজুরকে হত্যার দায়ে দুই ব্যক্তির যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে দিনমজুর ইদ্রিস মাঝিকে খুনের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম আজ সোমবার বেলা তিনটার দিকে এই রায় দেন।

সাজ পাওয়া দুজন হলেন ইকবাল হাওলাদার (৩২) ও মাসুদুর ইসলাম (৩০)। মাসুদুর সম্পর্কে ইকবালের বোনের স্বামী। তাঁদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামে।

এ মামলার বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেন বিচারক। রায় ঘোষণার সময় সাজা পাওয়া মাসুদুর উপস্থিত ছিলেন। ইকবাল পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১২ জুন ভোরে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের দিনমজুর ইদ্রিস মাঝিকে জমিসংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়। এ ঘটনায় ইদ্রিসের বোন সকিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। ডিবি পুলিশের এসআই মো. খলিলুর রহমান ২০১৬ সালের ৮ মে মামলার তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম জাহাঙ্গীর বলেন, মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী এ কে এম লুৎফর রহমান বলেন, সাজা পাওয়া আসামিরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।