পুলিশ ক্লিয়ারেন্সের তথ্য খুদে বার্তায় জানা যাবে

পাসপোর্ট ভেরিফিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হয়েছে কি না, তা জানতে এখন থেকে আবেদনকারীকে পুলিশের কাছে ধরনা দিতে হবে না। পুলিশই আবেদনকারীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেবে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আজ সোমবার থেকে এই উদ্যোগ নিয়েছে। নগর পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি) ভেরিফিকেশনের এই কাজটি করে আসছে।

পুলিশ সূত্র জানায়, পাসপোর্ট কিংবা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পর আবেদনকারীরা জানতে পারতেন না তাঁর আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। নগর পুলিশের বিশেষ শাখায় গিয়ে খোঁজ নিতে হতো। কোন স্মারক নম্বরে তাঁর ভেরিফিকেশনটি পাসপোর্ট কার্যালয়ে গেছে। এরপর সেখানে গিয়ে যোগাযোগ করতে হয়।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আব্দুল ওয়ারিশ প্রথম আলোকে বলেন, পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীকে খুদে বার্তার মাধ্যমে তাঁর মুঠোফোনে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে আবেদনকারী জানতে পারবেন কোন তারিখে, কত স্মারক নম্বরে তাঁর ভেরিফিকেশনটি পাঠানো হয়েছে। এতে মানুষের ভোগান্তি থাকবে না।