ধূলায় অতিষ্ঠ জীবন

>

বায় দূষণে বিপন্ন রাজধানীর জনজীবন। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বিশ্বে দূষিত শহরের তালিকায় দিল্লি, লাহোরের পর এখন ঢাকাও আছে। সোমবার সন্ধ্যা ৯টা ৩০ মিনিটে ঢাকার স্কোর ছিল ১৯১, যা বাতাসের গুণমানটি অত্যন্ত অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। উন্নয়নমূলক কাজের জন্য রাজধানীর জুরাইন ও পোস্তগোলা এলাকায় সৃষ্ট ধুলায় চলাচলকারীদের ভোগান্তি চরমে। ছবিগুলো সোমবার দুপুরে তোলা—

ধুলোয় চলাই যেন দায়
ধুলোয় চলাই যেন দায়
যেতে হয় নাকে হাত চেপে
যেতে হয় নাকে হাত চেপে
দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ
দেখে মনে হতে পারে কুয়াশাচ্ছন্ন পরিবেশ
জুরাইন এলাকার প্রতিদিনকার চিত্র, ধুলোয় অতিষ্ঠ জনজীবন
জুরাইন এলাকার প্রতিদিনকার চিত্র, ধুলোয় অতিষ্ঠ জনজীবন
দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করছেন অনেকেই
দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করছেন অনেকেই
ধুলোবালি আর গাড়ির ধোঁয়া থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা
ধুলোবালি আর গাড়ির ধোঁয়া থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা
শিশু সন্তানকেও মাস্ক পড়িয়ে রাস্তায় বের হয়েছেন অভিভাবকেরা
শিশু সন্তানকেও মাস্ক পড়িয়ে রাস্তায় বের হয়েছেন অভিভাবকেরা