বেশি দামে লবণ বিক্রি, ৫২ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরে বেশি দামে লবণ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাবরীন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় সাতটার দিকে বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে শহরের বাজার এলাকায় আলম ভূঁইয়ার পাইকারি দোকানকে ৫০ হাজার ও খালেক অ্যান্ড সন্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বাজারের ব্যবসায়ীদের তাঁদের দোকানে লবণের বিক্রয় মূল্য ও মজুত পণ্যের তালিকা টাঙানোর নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, লবণের বিষয়ে যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরি করতে মজুত রাখবে, তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।