মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট করবেন না: নাসিম

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করেন মোহাম্মদ নাসিম। ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করেন মোহাম্মদ নাসিম। ঢাকা, ১৯ নভেম্বর। ছবি: ফোকাস বাংলা

দেশের মানুষকে জিম্মি করে পরিবহন ধর্মঘট না করতে পরিবহনমালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশবাসীকে অনুরোধ করব, নতুন সড়ক পরিবহন আইন হয়েছে, আপনারা সেটা মেনে চলুন। আর পরিবহনমালিক ও শ্রমিকদের অনুরোধ করব, মানুষকে জিম্মি করে ধর্মঘট করবেন না।’

মোহাম্মদ নাসিম আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কারও যদি সড়ক পরিবহন আইন নিয়ে কথা থাকে, তিনি মালিক হন বা শ্রমিক, টেবিলে বসে সমস্যার সমাধান করুন। ধর্মঘট করা বা মানুষকে জিম্মি করা আমরা কখনোই সমর্থন করি না।’

পেঁয়াজের পর চালের দাম বাড়ানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নাসিম বলেন, ‘একটা অশুভ চক্র আছে, যারা মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করে। এই অশুভ শক্তি কারা, তা সবাই জানে। এই চক্র সব সময়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম কামরুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।