সব বিষয় মাথায় রেখে তদন্ত

ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা। পাথরঘাটা ব্রিকফিল্ড সড়ক, চট্টগ্রাম নগর, দুপুর সাড়ে ১২টা। ছবি: জুয়েল শীল(5) ৪
ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা। পাথরঘাটা ব্রিকফিল্ড সড়ক, চট্টগ্রাম নগর, দুপুর সাড়ে ১২টা। ছবি: জুয়েল শীল(5) ৪

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসজনিত বিস্ফোরণের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তারা বড়ুয়া ভবনের বাসিন্দা মনি নাথসহ ঘটনার বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন।

দুই তদন্ত কমিটি বিস্ফোরণের সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে তদন্ত চালাচ্ছে। পুলিশের তদন্ত কমিটিতে পুলিশের কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রয়কারী ইউনিটের এক সদস্যকে যুক্ত করা হয়েছে।

গত রোববার পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনের নিচতলায় গ্যাসজনিত কারণে বিস্ফোরণ ঘটে। এরপর ঘরটির দেয়াল ধসে পড়ে। এতে ৭ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়। এই ঘটনায় জেলা প্রশাসন এবং পুলিশ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তাদের তদন্ত চলমান রয়েছে।

অন্যদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) আলাদা তদন্ত কমিটি করে দিনে দিনে তড়িঘড়ি করে প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনে কেজিডিসিএল তাদের দায় নেই বলে উল্লেখ করেছে।

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসজনিত বিস্ফোরণ ও দেয়াল ধসে পড়া বড়ুয়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। দেয়াল ধসে পড়ার পর এটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাথরঘাটা ব্রিকফিল্ড সড়ক, চট্টগ্রাম নগর, দুপুর সাড়ে ১২টা। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাসজনিত বিস্ফোরণ ও দেয়াল ধসে পড়া বড়ুয়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। দেয়াল ধসে পড়ার পর এটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাথরঘাটা ব্রিকফিল্ড সড়ক, চট্টগ্রাম নগর, দুপুর সাড়ে ১২টা। ছবি: জুয়েল শীল

আজ দুপুরে দ্বিতীয়দিনের মতো ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, সব বিষয় মাথায় নিয়ে কাজ চলছে। কারা কী প্রতিবেদন দিল তা বিষয় না।

পুলিশের তদন্ত দলও আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন সদস্যের ওই তদন্ত দলের সঙ্গে পুলিশের কাউন্টার টেররিজমের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক সদস্যকে যুক্ত করা হয়েছে। তদন্ত দলের প্রধান উপকমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গ্যাস কর্তৃপক্ষ কী রিপোর্ট দিল না দিল তা আমাদের বিষয় না। আমরা আমাদের মতো সবগুলো বিষয়কে মাথায় রেখে তদন্ত করছি। তাড়াহুড়া করা ঠিক হবে না।

মেহেদী হাসান বলেন, এত বড় একটা বিস্ফোরণ ঘটেছে। কীভাবে ঘটতে পারে তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য টেকনিক্যাল একজনকে যোগ করা হয়েছে।