গাবতলীতে হতাশা, কমলাপুর ভরসা

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রেও চলছে অঘোষিত ধর্মঘট। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি বেশির ভাগ বাস। গন্তব্যে যেতে টার্মিনালে এসে হতাশ হচ্ছেন যাত্রীরা। তাই অনেকেই ছুটছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এবং প্ল্যাটফর্মে মানুষের উপচে পড়া ভিড়। ছবিগুলো বুধবারের।
গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে থেমে আছে দূরপাল্লার বাস। ছবি: আবদুস সালাম
গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে থেমে আছে দূরপাল্লার বাস। ছবি: আবদুস সালাম
কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উপচে পড়া ভিড়। ছবি: দীপু মালাকার
কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উপচে পড়া ভিড়। ছবি: দীপু মালাকার
কর্মব্যস্ততা নেই গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে। ছবি: আবদুস সালাম
কর্মব্যস্ততা নেই গাবতলী আন্তজেলা বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোতে। ছবি: আবদুস সালাম
কখন আসবে ট্রেন! কমলাপুর রেলস্টেশনে এক নারীর অধীর অপেক্ষা। ছবি: দীপু মালাকার
কখন আসবে ট্রেন! কমলাপুর রেলস্টেশনে এক নারীর অধীর অপেক্ষা। ছবি: দীপু মালাকার
ফজলু কাজী হৃদ্‌রোগের চিকিৎসা করাতে ঢাকায় এসেছিলেন। দুপুর সাড়ে ১২টায় টার্মিনালে এসেও বিকেল পর্যন্ত টিকিট পাননি। ছবি: আবদুস সালাম
ফজলু কাজী হৃদ্‌রোগের চিকিৎসা করাতে ঢাকায় এসেছিলেন। দুপুর সাড়ে ১২টায় টার্মিনালে এসেও বিকেল পর্যন্ত টিকিট পাননি। ছবি: আবদুস সালাম
ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যাত্রীরা। ছবি: দীপু মালাকার
ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যাত্রীরা। ছবি: দীপু মালাকার
বাসের টিকিট বিক্রি বন্ধ, তাই কাউন্টার ধোয়ামোছার কাজ করছেন এক শ্রমিক। ছবি: আবদুস সালাম
বাসের টিকিট বিক্রি বন্ধ, তাই কাউন্টার ধোয়ামোছার কাজ করছেন এক শ্রমিক। ছবি: আবদুস সালাম
ট্রেনে উঠতে প্ল্যাটফর্মে জড়ো হয়েছেন যাত্রীরা। ছবি: দীপু মালাকার
ট্রেনে উঠতে প্ল্যাটফর্মে জড়ো হয়েছেন যাত্রীরা। ছবি: দীপু মালাকার
কে আগে ট্রেনে উঠবেন—যাত্রীরা যেন সেই প্রতিযোগিতায় নেমেছেন। ছবি: দীপু মালাকার
কে আগে ট্রেনে উঠবেন—যাত্রীরা যেন সেই প্রতিযোগিতায় নেমেছেন। ছবি: দীপু মালাকার