চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার মগধরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. সৌরভ (২৭)। তিনি উপজেলার মো. মোছাদ্দেকের ছেলে। কী কারণে তিনি খুন হয়েছেন, সেটা এখনো জানতে পারেনি পুলিশ। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম প্রথম আলোকে বলেন, হাত-পা বাঁধা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সৌরভের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মো. মোছাদ্দেক স্থানীয় সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে তাঁর ছেলে প্রবাস থেকে দেশে আসেন। গতকাল মঙ্গলবার রাতে বন্ধুরা সৌরভকে আড্ডা থেকে ডেকে নিয়ে যান। এরপর ছেলের লাশ পান। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে