ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্বিতীয় দিনের দুর্ভোগ

বাস না পেয়ে পিকআপভ্যানে উঠেছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন
বাস না পেয়ে পিকআপভ্যানে উঠেছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবারও মহাসড়কে যানবাহন তেমন চলছে না। গতকাল বুধবার থেকে মহাসড়কে এই অবস্থা চলছে।

পিকআপভ্যান বা ম্যাক্সি এলে যাত্রীরা এতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন
পিকআপভ্যান বা ম্যাক্সি এলে যাত্রীরা এতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন

সকালে মহাসড়ক ঘুরে দেখা গেছে, যাত্রীরা গন্তব্যে যেতে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন। কিন্তু বাস পাচ্ছেন না। তাঁরা অপেক্ষায় রয়েছেন।

সকাল পৌনে আটটা থেকে পৌনে নয়টা পর্যন্ত মির্জাপুর উপজেলার গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকা ঘুরে প্রত্যেকটি বাসস্ট্যান্ডেই একই চিত্র দেখা গেছে।

এ সময় মহাসড়কে উত্তরাঞ্চলগামী দু-একটি বাস, কিছু ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেট কার, ম্যাক্সি ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

সকাল আটটার দিকে মির্জাপুর বাসস্ট্যান্ডে হঠাৎ টাঙ্গাইলগামী একটি বাস আসে। বাসটি থেকে দুজন যাত্রী নামানো হয়। ওই বাসে উঠতে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ কয়েকজন যাত্রী দৌড় দেন। কিন্তু চালক তাঁদের না তুলে চলে যান।

মহাসড়কে বাসের অপেক্ষায় যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন
মহাসড়কে বাসের অপেক্ষায় যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন

বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ কুড়িগ্রামের শ্রমিক আবুল কালাম জানান, গতকাল বুধবার বিকেলে তাঁরা ছয়জন কাজ শেষে করে মির্জাপুর বাজারের বংশাই রোডের একটি ভবনের বারান্দায় রাত কাটান। বাড়ি যাওয়ার জন্য আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাসস্ট্যান্ডে আসেন। কিন্তু প্রায় পৌনে তিন ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। তাঁরা বাড়িতে যেতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

মির্জাপুরের কদিম ধল্যা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ মির্জাপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সীমান্ত মিয়া জানায়, আজ তাঁদের নির্বাচনী পরীক্ষা। কিন্তু বাস সংকটের কারণে সময়মতো পরীক্ষায় উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় আছেন।

একই বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ উপজেলার দেওভোগ গ্রামের প্রভাষক আবুল কালাম আজাদ জানান, মেয়েকে চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে যাবেন তিনি। এ জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসের অপেক্ষায় রয়েছেন। কিন্তু বাস না থাকায় কীভাবে হাসপাতালে যাবেন, তা নিয়ে চিন্তিত তিনি।

একটি বাস আসতেই তাতে উঠতে চেষ্টা করছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন
একটি বাস আসতেই তাতে উঠতে চেষ্টা করছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে মির্জাপুর বাসস্ট্যান্ডে। ছবি: সোহেল মোহসীন

ওই বাসস্ট্যান্ডে পিকআপভ্যান বা ম্যাক্সি এলেই যাত্রীরা এতে উঠতে ভিড় করছেন।

একই চিত্র দেখা গেছে মির্জাপুরের জামুর্কী, দেওহাটা ও গোড়াই বাসস্ট্যান্ডে। যাত্রীরা ছোটখাটো যেকোনো ধরনের যানবাহন পেলেই তাতে গন্তব্যে যেতে হুড়োহুড়ি করছেন।

মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মহাসড়কে বাস চলছে না। এ কারণে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মহাসড়কে সারাক্ষণ নজরদারি রাখছে।