সোনালি ধানে সবুজ টিয়া

>সবুজ পাহাড়ে এখন সোনালি ধানের মেলা। আর এই পাকা ধানখেতে ঝাঁকে ঝাঁকে আসছে টিয়া পাখি। চাষিরা একদিকে টিয়া তাড়াচ্ছেন, আবার ঘুরে এসে খেতে নামছে টিয়াগুলো। এ দৃশ্য দেখতে খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকায় পাখিপ্রেমীরা দলবেঁধে ভিড় করছেন। ১৯ নভেম্বর ছবিগুলো ক্যামেরাবন্দী করেন নীরব চৌধুরী
পোকা শিকারে পাখিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন চাষিরা।
পোকা শিকারে পাখিদের বসার ব্যবস্থা করে দিয়েছেন চাষিরা।
নীল আকাশের পটভূমিতে সবুজ টিয়ার ঝাঁক।
নীল আকাশের পটভূমিতে সবুজ টিয়ার ঝাঁক।
পাকা ধান খাচ্ছে টিয়া।
পাকা ধান খাচ্ছে টিয়া।
পাখিরা জমির ধান নষ্ট করছে। তাই এদের চাষিরা তাড়িয়ে দেওয়ায় এরা চলে যাচ্ছে।
পাখিরা জমির ধান নষ্ট করছে। তাই এদের চাষিরা তাড়িয়ে দেওয়ায় এরা চলে যাচ্ছে।
আবারও ধানখেতে ফিরে আসছে টিয়াগুলো।
আবারও ধানখেতে ফিরে আসছে টিয়াগুলো।