নড়াইলে ধর্মঘট অব্যাহত, ইজিবাইকচালককে মারধর

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে আজ বৃহস্পতিবার নড়াইলে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। তবে বিভিন্ন সড়কে ইজিবাইক চলাচল করছে। পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন সড়কে ইজিবাইকের যাত্রীদের নামিয়ে চালককে মারধর করার অভিযোগ উঠেছে।

নড়াইলের কোনো সড়কে আজ বাস চলাচল না করায় দূরদূরান্ত থেকে আগত যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের ইজিবাইকচালক রুহুল আমিন বলেন, ‘সকালে পুরোনো বাসটার্মিনাল এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে নড়াইল-যশোর সড়কের চারাভিটায় যাচ্ছিলাম। তুলারামপুর ইউনিয়নের গাবতলা পার হয়ে আধা কিলোমিটার গেলে পাঁচ-ছয়জন পরিবহনশ্রমিক ইজিবাইক থেকে যাত্রী নামিয়ে আমাকে মারধর করেন। এ সময় তাঁরা আমার ১৫০ টাকা ছিনিয়ে নেন।’

নড়াইল-মাগুরা সড়কের মিঠাপুর এলাকায় কয়েকজন পরিবহনশ্রমিক রোস্তম মোল্লা নামের এক ইজিবাইকচালককে মারধর করেন।

গত রোববার নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়। ওই মানববন্ধনের সাত ঘণ্টা পর কোনো ঘোষণা ছাড়াই নড়াইলের শ্রমিকেরা জেলার আটটি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন।

সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের মিকাইল হোসেন বলেন, ‘আমার পরিবার নিয়ে ইজিবাইক ভাড়া করে কালিয়ায় যেতে চাইলে আউড়িয়া মোড়ে পৌঁছালে কয়েকজন শ্রমিক পথরোধ করেন। তাঁরা আমাদের অপমান–অপদস্থ করেন। পরে সেখান থেকে বাড়ি ফিরে আসি।’
জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, বাস বন্ধ রাখার ব্যাপারে সংগঠনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি দাবি করেন, ‘বাসচালক–শ্রমিকেরা আমাদের সঙ্গে কোনো আলাপ না করে নতুন পরিবহন আইনের ভয়ে স্বেচ্ছায় নড়াইলের আটটি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। কোনো সড়কে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানা নেই।’

বাস ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে সাদেক আহম্মেদ খান বলেন, আজ ঢাকায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বৈঠক চলছে। কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।