কুষ্টিয়ায় গাড়ির মালিকেরা রাজি, চালাচ্ছেন না শ্রমিক

বাস বন্ধ। তাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছে একটি পরিবার। টানা ছয় দিন বাস বন্ধ থাকায় দুর্ভোগের অন্ত নেই যাত্রীদের। আজ সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়। ছবি: তৌহিদী হাসান
বাস বন্ধ। তাই নিরাশ হয়ে ফিরে যাচ্ছে একটি পরিবার। টানা ছয় দিন বাস বন্ধ থাকায় দুর্ভোগের অন্ত নেই যাত্রীদের। আজ সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়। ছবি: তৌহিদী হাসান

সড়কে বাস নামাতে মালিকেরা রাজি থাকলেও না চালানোর সিদ্ধান্তে অটল কুষ্টিয়ার শ্রমিকেরা। গতকাল বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস ও আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরও শ্রমিকেরা বাস চালাচ্ছেন না। ছয় দিন ধরে কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার গাড়িসহ স্থানীয় বিভিন্ন রুট ও ভাড়া গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।

বাস মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন আজ বেলা তিনটায় প্রথম আলোকে বলেন, ‘ভাই, খুবই চেষ্টা করছি, কিন্তু কাজ হচ্ছে না। শ্রমিকেরা বাসের কাছেই আসতে চাইছে না। আমরা মালিকপক্ষ সড়কে বাস দিতে রাজি। কেন যে শ্রমিকেরা আসছে না, সেটা বধগম্য হচ্ছে না।’

জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের জ্যেষ্ঠ সহসভাপতি আতাহার আলী বলেন, দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক হয়। সেখানে বাস চালানোর জন্য মালিকেরা একমত হন। এরপর টার্মিনালে গিয়ে চালকদের বাস চালানোর কথা জানালে তাঁরা চালাবেন না বলে জানান। তাঁদের অনুরোধ করেও কাজ হচ্ছে না।

আজ দুপুরে চৌড়হাস ও মজমপুর এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রীরা দাঁড়িয়ে আছেন। কেউ ঝুঁকি নিয়ে ইজিবাইকসহ তিন চাকার বিভিন্ন যানে গন্তব্যে যাচ্ছেন। মজমপুর এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও কোনো টিকিট দেওয়া হচ্ছে না।

মুঠোফোন না ধরায় এ ব্যাপারে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল হকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।