চড়ুইভাতি করতে গিয়ে শিশু দগ্ধ

যশোর
যশোর

যশোরের কেশবপুর উপজেলায় চড়ুইভাতি করতে গিয়ে আগুন পুড়ে এক শিশু দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

দগ্ধ ওই শিশুর নাম জ্যোৎস্না খাতুন (৭)। সে কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের আলম দফাদারের মেয়ে। সে একটি স্কুলে নার্সারিতে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলার সঙ্গীদের নিয়ে গতকাল বুধবার ভোগতি গ্রামে চড়ুইভাতি করছিল জ্যোৎস্না খাতুন। ভাত রান্নার সময় জ্যোৎস্নার পরনের জমায় আগুন ধরে যায়। এতে তার পেছনের অংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক কামরুজ্জামান বলেন, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ জ্যোৎস্নার মা নাজমা বেগম বলেন, খুলনায় তাঁর মেয়ের চিকিৎসা চলছে। সে আগের চেয়ে কিছুটা ভালো আছে।