পা বেঁধে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আটক আরও ৩

আটক ডান থেকে দ্বিতীয় জন হলেন আবদুস সালাম, আনোয়ার হোসেন, এবাদুর রহমান ও মোহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত
আটক ডান থেকে দ্বিতীয় জন হলেন আবদুস সালাম, আনোয়ার হোসেন, এবাদুর রহমান ও মোহাম্মদ শাহজাহান। ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পা বেঁধে তরুণকে ঝুলিয়ে পেটানোর ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন এবাদুর রহমান, আনোয়ার হোসেন ও মোহাম্মদ শাহজাহান। এর মধ্যে এবাদুর জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে এ ঘটনায় একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালামকে আটক করা হয়।

সিলেট নগরের বন্দরবাজারে পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, গিয়াস উদ্দিন নামের ওই তরুণকে পেটানোর ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৪ মার্চ। ওই দিন গিয়াসের বিরুদ্ধে মুঠোফোন চুরির অভিযোগে এবাদুরের বাড়ি নোয়াগ্রামে সালিস হয়। ওই সালিসে গিয়াসকে পেটানো হয়। এ ঘটনায় আগে আটক আবদুস ছালাম পেটানোর কাজটি করেন। বাকিরা লাঠিসোঁটা এগিয়ে দিয়ে সহায়তা করেছেন। তবে, ২৪ মার্চ পেটানোর ঘটনা ঘটলেও সেটার ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাহবুবুল আলম বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযুক্ত সালামকে আটকের জন্য বুধবার রাত থেকেই অভিযান পরিচালনা করে। তবে সালামের মোবাইল ফোনটি বন্ধ থাকায় তাঁকে রাতে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া সালাম অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, পা বেঁধে গিয়াসকে ঝুলিয়ে পেটানোর একটি ভিডিও দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরছে। ঘটনাটি সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এরপরই পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আটকের জন্য অভিযান চালায়।