লক্ষ্মীপুরে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতির সময় গণপিটুনিতে মো. সোহেল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন তাঁর পাঁচ সহযোগী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেলের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। আহত ব্যক্তিরা হলেন মো. কাউছার (৩৩), মো. মমিন (২৯), মিরাজ হোসেন (৩০), মো. সুমন (৩২) ও মো. ইব্রাহীম (২৮)। পুলিশ পাহারায় রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাত তিনটার দিকে সারগদী গ্রামের জব্বার আলী ব্যাপারীবাড়ির প্রবাসী মনির হোসেনের বসতঘরে ডাকাতেরা হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এসে ডাকাতদের ঘেরাও করেন। তাঁরা ছয় ডাকাতকে আটক করে পিটুনি দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনকে শান্ত করে। এ সময় দুটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহত অবস্থায় ডাকাত সদস্যদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ডাকাতদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র (এলজি) ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক প্রথম আলোকে বলেন, ছয় ডাকাতকে পিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। আহত লোকজনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।