চুয়াডাঙ্গায় অভ্যন্তরীণ ও আন্তজেলা বাস এখনো বন্ধ

চুয়াডাঙ্গার মেহেরপুর বাসস্ট্যান্ডে বাসের সারি। আজ শুক্রবার সকালে। ছবি: শাহ আলম
চুয়াডাঙ্গার মেহেরপুর বাসস্ট্যান্ডে বাসের সারি। আজ শুক্রবার সকালে। ছবি: শাহ আলম

চুয়াডাঙ্গা থেকে ঢাকাসহ দূরপাল্লার পথে যাত্রীবাহী বাস বিক্ষিপ্তভাবে চলাচল করলেও অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চালাচ্ছেন না শ্রমিকেরা। এতে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহগামী যাত্রীদের দুর্ভোগ কমেনি।

আজ শুক্রবার সকালে শহর ঘুরে বাস স্ট্যান্ডগুলোতে কোনো যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। প্রতিটি স্ট্যান্ডেই কাউন্টারগুলো বন্ধ পাওয়া গেছে। এসব স্ট্যান্ড থেকে যাত্রীদের তিন চাকার বিভিন্ন যানে করে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার প্রথম আলোকে জানান, শ্রমিকদের বলার পরও অভ্যন্তরীণ ও আন্তজেলা পথে গাড়ি চালাচ্ছেন না। দূরপাল্লার যাত্রীবাহী বাস সীমিত আকারে চলছে।