মেহেরপুরে আন্তজেলা বাস চলাচল বন্ধ

মেহেরপুরে আন্তজেলা বাস চলাচল টানা পাঁচ দিনের মতো আজ শুক্রবারও বন্ধ রয়েছে। তবে দূরপাল্লা ও পণ্যবাহী ট্রাক চলাচল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করেছে।

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে। আন্তজেলার বাসচালকেরা টার্মিনালে আসেননি। শ্রমিক মালিক সমিতি আন্তজেলার বাস চলাচলের ব্যাপারে আলোচনা করছে। তবে এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি।

আজ পৌর টার্মিনালে গিয়ে দেখা যায়, লাইন করে অনেক বাস আগের মতোই দাঁড় করিয়ে রাখা হয়েছে। টার্মিনালে কোনো শ্রমিক,বাসচালক বা যাত্রী নেই। তবে আজ সরকারি–বেসরকারি দপ্তর বন্ধ থাকায় বেশির ভাগ সড়ক এমনিতেই ফাঁকা ছিল।

সরকারি কলেজ মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে লম্বা সিরিয়াল লেগেছে ইজিবাইকচালকদের। এ সময় কথা হয় মিম আক্তার নামের সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‍‘কলেজ হোস্টেল ছুটি। এ কারণে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের বাড়ি যাচ্ছি। বাস বন্ধ, তাই ইজিবাইকে যেতে হচ্ছে। বাড়ি যেতে তিনবার ইজিবাইক বদলাতে হবে।’